ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩৫

কোভিড নিয়ে ৭ মিথ্যা আশা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০২ ১০ আগস্ট ২০২২  

১. বুস্টার ডোজ নিলে কোভিড সংক্রমণ হয় না। না। বুস্টার ডোজ কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। কখনই পূর্ণ নিরাপত্তা দেয় না। 

 

২.বর্তমানে কোভিডের লক্ষণ তেমন জটিল নয়। হালকা জ্বর, শরীর ম্যাজম্যাজ, মাথা বা গলাব্যথা ইত্যাদি। 
না। কোভিডের যেকোনো ভ্যারিয়েন্টেরই পূর্ব লক্ষণ এমনটি হতে পারে। আবার জটিল লক্ষণ যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ধরফরানি, বমি হওয়া, সামান্য পরিশ্রমে অতিরিক্ত ক্লান্ত লাগা ইত্যাদি নিয়ে প্রকাশিত হতে পারে। তাই শুধু লক্ষণ দেখে কোভিড যে দুর্বল ভ্যারিয়েন্টের সেই ধারণা স্বতসিদ্ধ নয়। 

 

৩. কোভিড দুর্বল হয়ে আসছে। ফলে দ্রুতই কোভিড নিস্তেজ হয়ে সাধারণ ফ্লুতে পরিণত হবে।  না। এমন ধারণাকে পুরোপুরিভাবে প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য উপাত্ত আজও পাওয়া যায়নি। 

 

৪. ওমিক্রনই কোভিডের শেষ ভ্যারিয়েন্ট। না। ইতোমধ্যেই কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। আগামীদিনেও নতুন ভ্যারিয়েন্টের আবিষ্কারের আশংকাকে উড়িয়ে দেয়া যায় না। 

 

৫. বর্তমানে কোভিডের সংক্রমণে যেহেতু তেমন কষ্ট হয় না, তাই বুস্টার ডোজই যথেষ্ট নিরাপত্তা দেয়।  না। কোনো ভ্যাক্সিনেরই বুস্টার ডোজ পুরোপুরি প্রতিরক্ষা দেয় না। মাস্কপরাসহ অন্যান্য সবাস্থ্যবিধি মেনে চলাই নিরাপত্তার পূর্ব শর্ত। 

 

৬. প্রথম ও দ্বিতীয় ডোজের পর তৃতীয় ডোজকে বুস্টার ডোজ বলে। এটিই কোভিডের শেষ ডোজ। 
না। তৃতীয় ডোজ বুস্টার ডোজ হলেও কোভিডের সংক্রমণের হার, তীব্রতা, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাসহ নানা কারণে একাধিক বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন হতে পারে। ইসরায়েলের কোনো কোনো এলাকায় নির্ধারিত ডোজ ছাড়াও আরও তিনটি বুস্টার ডোজ দেয়া হয়েছে। 

 

৭.অপেক্ষাকৃত দামী ভ্যাকসিন যেমন ফাইজার, মডার্না কোভিডের বিরুদ্ধে বেশী কার্যকরী। না। নির্মাতাসহ চিকিৎসকদের কাছে এমন তথ্যের যথেষ্ট কোনো প্রমাণ নেই। 

 

কোভিডের চিকিৎসাসহ যেকোনো সমস্যায় হোয়াটসঅ্যাপে ম্যাসেজে পাঠিয়ে যোগাযোগ করুন। 

মেজর ডা. খোশরোজ সামাদ 
01707549359
ক্লাসিফাইড স্পেশালিস্ট 
বাংলাদেশ আর্মড ফোর্সেস।

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর